সম্প্রতি মুক্তি পেয়েছে ডায়নোসর নিয়ে নতুন চলচ্চিত্র 'জুরাসিক ওয়ার্ল্ড'। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী এটি ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে, যা এর আগে কখনও হয়নি।
জুরাসিক পার্ক সিরিজের চতুর্থ চলচ্চিত্র 'জুরাসিক ওয়ার্ল্ড'। ডায়নোসরের থিম পার্কের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। এতে ডায়নোসরগুলোকে আগের তুলনায় ভিন্নরূপে দেখা যাবে। বিশ্বের ৬৬টি দেশে মুক্তি পাওয়া 'জুরাসিক ওয়ার্ল্ড' সবখানেই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে।
'জুরাসিক ওয়ার্ল্ড' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কলিন ট্রেভোরো। এর সহকারী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ যিনি এই সিরিজের প্রথম দুটো ছবির পরিচালক ছিলেন। আর এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৫/ রশিদা