ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। একটি ফ্যাশন শো’তে অংশ নিতে ১৬ জুন ঢাকায় আসছেন বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
জানা যায়, গ্রিন অ্যাপল কমিউনিকেশনসের আয়োজনে 'প্যাশন ফর ফ্যাশন' শিরোনামের একটি ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন পরিণীতি। ওইদিন সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে অনুষ্ঠেয় ওই ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে থাকবেন তিনি।
উল্লেখ্য, ফ্যাশন শোতে অংশ নিতে ১৬ জুন দুপুরে ঢাকায় আসবেন পরিনীতি এবং রাতের অনুষ্ঠান শেষে ১৭ জুন সকালে ফের মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ২০১৫/শরীফ