ভারতের দক্ষিণের অভিনেত্রীদের মধ্যে সেরা আবেদনময়ীর দৌঁড়ে সবার ওপরে রয়েছেন শ্রিয়া সারান। সিনেমাবিষয়ক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বলিউড লাইফ ডটকম আয়োজিত এক জরিপে দক্ষিণের 'হট' নায়িকাদের দৌঁড়ে ৮৪ শতাংশ ভোট পেয়ে সবার ওপরে আছেন শ্রিয়া।
বলিউড লাইফ ডটকম সম্প্রতি দক্ষিণের সাত সুন্দরী অভিনেত্রী শ্রুতি হাসান, শ্রিয়া সারান, তামান্না, তৃষা, নয়নতারা, আনুশকা শেঠি ও সামান্থার মধ্যে সবচেয়ে 'হট' অভিনেত্রী কে তাই নিয়ে ভোটের আয়োজন করেছিল। অনলাইনে ভোট দেন ভক্তরা।
দুই সপ্তাহব্যাপী ভোটিং শেষে দেখা গেছে, ৮৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন শ্রিয়া। আর শ্রিয়া-ঝড়ে উড়ে গেছেন প্রত্যেকেই। কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান আছেন তালিকায় দ্বিতীয় স্থানে। কিন্তু শ্রুতির প্রাপ্ত ভোট মাত্র ৬ শতাংশ। তালিকার তৃতীয় অবস্থানে আনুশকা শেঠি ও চতুর্থ অবস্থানে নয়নতারার ভোটের পরিমাণ ৩ শতাংশ। ২ শতাংশ ভোট পেয়ে পঞ্চম অবস্থানে তামান্না। শেষ দু'জন– তৃষা ও সামান্থার প্রাপ্ত ভোটের পরিমাণ মাত্র ১ শতাংশ।
বলিউড লাইফ ডটকমের মতে, আকর্ষণীয় সুন্দরী শ্রিয়া যে দক্ষিণের দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিতে পেরেছেন, এ ভোটে তা পরিস্কার হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৫/ এস আহমেদ