‘ব্রাদার্স’ সিনেমার ট্রেলার মুক্তি দিয়েই স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে এখন ফ্রান্সে ফুরফুরে মেজাজে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।
একটানা কাজের ফাঁকে একটু ফুরসত পেয়ে তাই যেন হাসি দু’জনের মুখেই লেগে রয়েছে। দু’জনের পরনেই সাদা রঙের পোশাক রয়েছে।
যদিও অক্ষয় আগেই গণমাধ্যমকে বলেছিলেন তিনি গাড়ি নিয়ে পরিবারের সাথে ঘুরতে বের হবেন। কিন্তু কোথায় যাবেন তা তিনি নিশ্চিত ছিলেন না। আর এ কারণে অক্ষয় কিন্তু হোটেলও আগে থেকে ভাড়া করে রাখেননি।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৫/মাহবুব