দুটি অ্যালবাম প্রকাশ হচ্ছে কনকচাঁপার। রমজান উপলক্ষে একটি ইসলামী গানের অ্যালবাম এরই মাঝে প্রকাশ হয়েছে। শিরোনাম 'এই সুন্দর ফুল'।
এখানে স্থান পেয়েছে মোট সাতটি হামদ ও নাত। এর মধ্যে উল্লেখযোগ্য- 'আল্লাহতে যার পূর্ণ ইমান', 'মোহাম্মদের নাম জপেছিলে', 'তৌহিদেরই মুর্শিদ আমার', 'এই সুন্দর ফুল সুন্দর ফল' প্রভৃতি। কনকচাঁপা বলেন, 'এই অ্যালবামটির পরিকল্পনা ছিল আমার অনেক আগে থেকেই। একটু নতুন করে সাজানোর চেষ্টা করেছি অ্যালবামটি। আশা করছি ভালো লাগবে।'
এদিকে 'পদ্মপুকুর' শিরোনামের আধুনিক গানের একটি অ্যালবাম প্রস্তুত করেছেন তিনি। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মঈনুল ইসলাম খান। অ্যালবামটি ঈদ উপলক্ষে বাজারে আসবে। এটি বাজারে আনবে লেজার ভিশন।