নব্বই দশকের সাড়া জাগানো জুটি 'শাবনাজ-নাঈম'কে এবার দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান 'রাঙা সকাল'-এর ঈদ আয়োজনে। প্রায় ২০ বছর হলো চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত শাবনাজ-নাঈম। ছোট পর্দায়ও প্রায় এক যুগ পর কোনো অনুষ্ঠানে তারা অংশ নিলেন। কেন তারা কাজ করছেন না, প্রথম কোন ছবিতে অভিনয় করতে গিয়ে তাদের সম্পর্ক তৈরি হয়, বিয়ের পর ঠিক কোন মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন অভিনয় করবেন না- এসবের উত্তর দিয়েছেন। শাবনাজের জন্য গিটার হাতে নাঈম গানও করেছেন ঈদের রাঙা সকালে। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও জোবায়ের।