বলিউডি অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন ঢাকায়। আজ মঙ্গলবার বেলা ১২টায় তিনি ঢাকা এসে পৌঁছেছেন। পরিণীতি ঢাকায় একটি ফ্যাশন শোতে অংশ নিতে এসেছেন। সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে দেশের সেরা ১২টি ফ্যাশান হাউজ ও ডিজাইনারের পোশাকে শো স্টপার হিসাবে দেখা যাবে তাকে। পরিণীতি ছাড়া ও এ শোতে অংশ নেবে দেশের সেরা বিশজন মেয়ে ও দশজন ছেলে মডেল।
অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান গ্রিন অ্যাপল কমিউনিকেশনস এবং পি আর হিসেবে কাজ করে দ্য এজেন্সি সলিউশন। ফ্যাশন হাউসগুলোর মধ্যে রয়েছে ডিভোন, ইউলো, মোন’স, অ্যামবার, পোশ অ্যান্ড পিংক, জয়েস, মুমু মারিয়া, টোটলি, রেডিয়ান ডিজাইন ইউন্টিটিউট ও কোনোজ।
এই প্রসঙ্গে গ্রিন অ্যাপল কমিউনিকেশনস প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনা বলেন, ‘ঈদ উপলক্ষে দেশসেরা ডিজাইনারদের পোশাক নিয়ে আমরা একটি ফ্যাশন শোর আয়োজন করছি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ পোশাক পরে মডেলরা র্যাম্পে হাঁটবেন। এমন একটি বিশেষ আয়োজনে আমরা এই সময়ের খুব জনপ্রিয় একজন অভিনয়শিল্পীকে শো স্টপার হিসেবে খুঁজছিলাম। তখনই পরিণীতি চোপড়ার নামটি মাথায় আসে। কারণ ইদানীং বেশ কয়েকটি বড় ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে পরিণীতি চোপড়াকে দেখা গেছে। তিনিও বিষয়টি জেনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন।’
বিডি-প্রতিদিন/ ১৬ জুন, ২০১৫/ রশিদা