আদালতের নির্দেশ অমান্য করে ছবি মুক্তি ও প্রদর্শন করায় ১২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান মাহি কথাচিত্র।
মাহি কথাচিত্রের কর্ণধার মোস্তাফিজুর রহমান জানান, চলচ্চিত্র প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী সপ্তাহে দুইটি ছবি মুক্তির নিয়ম রয়েছে। সেই হিসেবে তার প্রতিষ্ঠানের ‘ভালোবাসার চ্যালেঞ্জ’ ও ‘মনের অজান্তে’ ছবি দুটি ৫ জুন মুক্তির জন্য চূড়ান্ত হয়। তা সত্বেও ‘দুই পৃথিবী’ ছবির প্রযোজক গোলাম মোর্শেদ হাইকোর্ট থেকে আদেশ এনে ওই তারিখে তার ‘দুই পৃথিবী’ ছবিটি মুক্তির চেষ্টা করেন। এতে মাহি কথা চিত্র চেম্বার জজে পিটিশন দায়ের করলে কোর্ট ৭দিনের জন্য ছবিটির মুক্তি স্থগিত করে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গোলাম মোর্শেদ ৫ জুন ছবিটি মুক্তি দেয়। ফলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে হাইকোর্টের আপিল বিভাগে ১২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। মামলা নাম্বার-১৬/২০১৫।
এতে গোলাম মোর্শেদ ছাড়াও ১০টি সিনেমা হলের মালিক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে আসামী করা হয়। অন্য অভিযুক্তরা হলেন- ইফতেখার নওশাদ [মধুমিতা,ঢাকা], আকবর হোসেন রাজু [শঙ্খ, খুলনা], কাঞ্চন [পূর্ণিমা], কাঞ্চন [গীত], বাদল [বর্ষা.জয়দেবপুর], হেলাল [চাঁদ মহল], কামাল [সৈনিক], কামাল [নবীন], নিজাম [মধুমতি], হেলাল, বর্ষা]।
বাদী মোস্তাফিজুর রহমান জানান এর আগে তিনি গোলাম মোর্শেদের বিরুদ্ধে রমনা থানায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি জিডি করেন।