হিট অ্যান্ড রান মামলায় ইচ্ছা বা অনিচ্ছাকৃত হত্যার দায়ে অভিযুক্ত বলিউড তারকা সালমান খানের মামলার শুনানি ১ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন বোম্বে হাই কোর্ট। মামলা-সংক্রান্ত 'পেপার বুক' ও অন্যান্য কাগজপত্র তৈরি হয়নি জানিয়ে শুনানির দিন পিছিয়ে দেয়ার আবেদন করেন সালমানের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে দ্রুত কাগজ তৈরির নির্দেশ দিয়ে এ আদেশ দেন আদালত।
১৫ জুন অনুষ্ঠিত ওই আবেদনের শুনানিতে সালমান স্বশরীরে উপস্থিত ছিলেন না। তার পক্ষে হাজির হন বোন আলভিরা খান। শুনানি ১ জুলাই পর্যন্ত স্থগিত করেন বিচারপতি এআর জোশি।
হিট অ্যান্ড রান মামলায় ৬ মে মুম্বাইয়ের দায়রা আদালত সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই দিন রায়ের বিপক্ষে বোম্বে হাই কোর্টে আবেদন করেন সালমান। আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠিত শুনানিতে প্রথমে ২ দিনের অন্তবর্তী জামিন দেন আদালত। পরে ৮ মে চূড়ান্ত শুনানিতে দায়রা আদালতের রায় স্থগিত করেন বোম্বে হাই কোর্ট। সেইসঙ্গে সালমানকে ১৫ জুন পর্যন্ত জামিন দেন। অমীমাংসিত এ মামলার নিষ্পত্তির জন্য বিচারপতি উভয়পক্ষকে ১জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ