এবার আইনি জটিলতার মধ্যে পড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় বন্দি সর্বজিৎ সিংহের জীবন নিয়ে 'বায়োপিক' শুরু করেছেন চিত্র পরিচালক উমাং কুমার। সেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করার কথা ঐশ্বরিয়ার।
কিন্তু দলবীরের ধারণা, মুভিটিতে তার দাদার সঠিক ভাবমূর্তি তুলে ধরা হবে না। এ কারণে এর মুখ্য অভিনেত্রী ঐশ্বরিয়া ও পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। মুভিটিতে দলবীর সর্বজিতকে নির্দোষ প্রমাণ করতে যে দীর্ঘ আইনি লড়াই চালিয়েছিলেন তাই এর মূল বিষয়বস্তু।
এর আগে গত বছর পরিচালক সুভাষ ঘাই সর্বজিতের জীবন নিয়ে মুভি করতে গেলে তাকেও একইরকমভাবে নোটিশ পাঠিয়েছিলেন কৌর।
উল্লেখ্য, মেরি কমের ওপর মুভি ভিত্তি করে আলোড়ন ফেলে দিয়েছিলেন পরিচালক উমাং। কিন্তু সর্বজিতকে নিয়ে বায়োপিকে তৈরিতে আইনি জটিলতার মুখে পড়তে হলো তাকে।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ