ব্ল্যাক ব্যান্ডের জন ও অভিনেত্রী তিশা 'পে ব্যাক' নামে একটি নাটকে অভিনয় করেছেন। মাবরুর রশীদ বান্নার রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের দিন রাত ৯টা ২০ মিনিটে।
নাটকে দেখা যাবে, জন করপোরেট চাকুরে। অফিস থেকে তাকে একটা বিগ প্রজেক্ট প্ল্যানিং দেওয়া হয়।