অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ধারাবাহিক 'নেয়ামতের কেয়ামত'। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, নাদিয়া, উর্মিলা, কল্যাণ, মঈন আহমেদ প্রমুখ। প্রচার হবে এসএ টেলিভিশনে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।