মার্কিন পপ তারকা লেডি গাগা। খবরে থাকার বিষয়ে তার জুড়ি মেলা ভার। বিচিত্র সব পোশাক আর নানা ধরনের ট্যাটু, শরীরী জাদুতে নানান সময়েই খবরে থেকেছেন। ফের খবরের শিরোনাম হলেন। তবে এবার ট্যাটু বা পোশাকের জন্য নয়, জুতার জন্য! সবাইকে চমকে দিয়ে ২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার খরচে কিনলেন একজোড়া জুতা!
সম্প্রতি প্রয়াত ডিজাইনার আলেক্জান্ডার ম্যাককুইনের সর্বশেষ কালেকশন 'আর্মাডিলো বুট' নিলামে তোলা হয়। 'ইউনিসেফ'র সহযোগিতার জন্য এ নিলামের আয়োজন করে 'ক্রিসটাই'। সেখানে নিলামে তোলা তিন জোড়া জুতাই কেনেন লেডি গাগা। জুতা তিনটির প্রতি জোড়ার মূল্য ধরা হয়েছিল ১০ হাজার ডলার। কিন্তু সব জুতা জোড়া নিজের করে নিতে চেয়েছিলেন গাগা। তাইতো ২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার দিয়ে জুতা জোড়াগুলো কিনে নেন এ তারকা।
জুতা জোড়াগুলো কাঠ এবং অজগরের চামড়া দিয়ে তৈরি। ইতালিতে তৈরি এ জুতাগুলো অবয়বের কারণে 'আর্মাডিলো' নামে পরিচিত।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই ২০১৫/শরীফ