নোয়াখালীর মেয়ে জান্নাতুন নূর মুন। পড়াশোনা করেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিবিএতে। বাবা থাকেন সৌদি আরবে। পড়াশোনার ফাঁকে ফাঁকে মুন পা বাড়িয়েছেন শোবিজ অঙ্গনে। ভিট টপ মডেল প্রতিযোগীতায় দেশের সুন্দরীদের মধ্যে শীর্ষদের তালিকায় রয়েছেন তিনি। হয়েছেন দ্বিতীয় রানার আপ।
এ প্লাটফর্ম দিয়েই বদলে যেতে থাকেন মুন। মডেলিংয়ে নিয়মিত হয়েছেন তিনি। নাম লিখিয়েছেন বড় পর্দায়। এরই মধ্যে মুন রেজা গালিব পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ''কালের পুতুল'' শিরোনামের একটি চলচ্চিত্রে কাজ করছেন।
এবার তিনি অভিনয় করেছেন ''নিশীথে'' নামে একটি নাটকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে এ বিশেষ নাটক। নাটকটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান। চিত্রনাট্যও তারই লেখা। নাটকটিতে মনোরমা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মুনকে।
নাটকটিতে মুন ছাড়াও আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান আর গোলাম ফরিদা ছন্দা।
আগামী ৭ আগস্ট নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
এর আগে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে 'পয়লা নম্বর' নাটকে কাজ করেন মুন।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই ২০১৫/ এস আহমেদ