বলিউড তারকা সালমান খানের 'সুলতান' ছবির পোস্টার নিয়ে তামাশায় মোজেছেন তার ভক্তরা। অপেক্ষা বড় বেশি দীর্ঘ হয়ে উঠেছিল। ভক্তদের কাছে তো বটেই, এমনকী চলচ্চিত্র-সমালোচকদের কাছেও!
সেই অপেক্ষাকে ছাপিয়ে যখন সালমান খান নিজেই সুলতান ছবির পোস্টার তার টুইটারে পোস্ট করলেন, ঠিক তারপর থেকেই হাসির খোরাকে পরিনত হলেন তিনি। খুশি মনেই প্রথম পোস্টার টুইট করে সালমান খান লিখেছেন, ''এটাই সুলতানের প্রথম দাঁও!''
পোস্টারে দেখা যাচ্ছে, হলুদ ধুলোর ঝড়, কুস্তির আখড়া। তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কুস্তিগিরকে। যেন ধুলোর ঝড় ভেদ করে বেরিয়ে আসছেন ক্লিন-শেভন, গোঁফওয়ালা সালমান এবং চমকে উঠতে হচ্ছে সঙ্গে সঙ্গে।
তবে এ পোস্টার দেখে লোকজন কিন্তু এতটা উৎসাহী বোধ করছেন না। বরং, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টুইটারে চলছে রঙ্গ-ব্যঙ্গের ফোয়ারা!
যেমনটা টুইট করেছেন সাহিল রিজওয়ান- ''সুলতান: এমন এক মানুষের গল্প যিনি ঘাড় না থাকা সত্ত্বেও সব প্রতিবন্ধকতাকে জয় করেছেন!''
আবার, সালমানের ছবিটাকে ফটোশপ করে সুধীশ কামত লিখেছেন, ''বলিউড ওয়ান্ডার উওম্যানকে নতুন রূপে ফিরিয়ে আনল!''
যদিও সালমান-ভক্তরা এ সবে পাত্তা দেবেন বলে মনে হয় না। বরং যেটা হতে পারে, ঈদে মুক্তি পাওয়ার পরে তাঁরা দল বেঁধে হলে গিয়ে ছবিটাকে হিটের মুখ দেখিয়ে আসবেন! সে কুস্তিগিরের ঘাড় থাক বা না-ই থাক!
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-১২