পহেলা বৈশাখ সামনে রেখে জিয়াউদ্দিন আলমের কথা ও আয়োজনে বাজারে আসছে 'প্রেম দিওয়ানা' শিরোনামে নতুন একটি মিশ্র অডিও অ্যালবাম। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি'র ব্যানারে এই অডিও অ্যালবামে থাকছে ৮টি গান।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, কাজী শুভ, বেলাল খান, আহম্মেদ হুমায়ন, ইলিয়াস হোসেন, অয়ন চাকলাদার, আদনান, আতক রহমান, নদী, ইয়াসমিন লাবন্য ও টিনা মুস্তারী। ৮টি গানের এই অ্যালবামে ২টি গান লিখেছেন এ মিজান ও সজীব শাহরিয়ার। বাকি গানগুলো লিখেছেন জিয়াউদ্দিন আলম।
সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্ল্যান, আহম্মেদ হুমায়ন, রেজয়ান শেখ, এস ডি সাগর ও সাজেদুর শাহেদ।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/রাসেল/মাহবুব