সত্যিকারের রোম্যান্স এবার রূপালি পর্দাতেও দেখা যাবে। বলিউডের লাভবার্ডস আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা ফের জুটি বাঁধতে চলেছেন। প্রযোজক মহেশ ভাট এবং পরিচালক মোহিত সুরির ‘আশিকি থ্রি’ তেই একসঙ্গে দেখা যাবে তাদের। প্রথমটায় অবশ্যই হৃতিক রোশন-কঙ্গনা রানাউতের নাম শোনা গেলেও এখন সেই সম্ভাবনা আর নেই।
এরপরে উঠে আসে স্বয়ং প্রযোজকের মেয়ের নাম। আলিয়া ভাটই শেষমেশ চূড়ান্ত। তাঁর বিপরীতে সিদ্ধার্থ মলহোত্রাকে বেছে নিয়েছেন নির্মাতারা।
সিদ্ধার্থের কথায়, চিত্রনাট্যের কাজ চলছে। মোহিত আমাকে দিয়ে একটা গান গাওয়াতে চায়! এজন্য গিটার শিখছি। ছবিতে আলিয়ার সঙ্গে তার ডুয়েট গাওয়ার কথা রয়েছে বলেও জানান এই অভিনেতা।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৬/মাহবুব