ঢাকা ছাড়লেন বলিউড অভিনেতা ইরফান খান। আজ শুক্রবার দুপুরের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’-এর শুটিংয়ে অংশ নিতে গত ১৬ মার্চ প্রথমবারের মত বাংলাদেশে আসেন শক্তিমান এ অভিনেতা। প্রায় ২০ দিন টানা শুটিং করেছেন তিনি। এরই মাঝে মন জয় করে নিয়েছেন টিমের অন্যান্য সদস্য ও কলা-কুশলীর।
ডুব ছবিতে আরো অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ইরফান ও তিশা ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, অশোক ধনুকা, পার্নো মিত্র প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং।
উল্লেখ্য, ২০ মার্চ থেকে টানা শুটিং শুরু হয় ডুবের।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৪