১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছরের সাজা খেঁটে মাস দুয়েক আগে জেল ছেড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এখন পুরোপুরি মুক্ত মানুষ-ই বলা চলে এই অভিনেতাকে। অার মুক্ত জীবন বেশ ভালোভাবেই উদযাপন করছেন তিনি ও তার স্ত্রী মান্যতা দত্ত। তবে এ উদযাপন বিপত্তি ও সমস্যা ডেকে আনছে এ দম্পত্তির প্রতিবেশিদের জন্য। যেমন গত সপ্তাহে বন্ধুদের জন্য মুম্বাইয়ের বান্দ্রাস্থ নিজেদের পালি হিল রেসিডেন্সে এক জমজমাট পার্টি দিয়েছেন সঞ্জয় ও মান্যতা। পার্টির উন্মত্ততা ও উচ্চস্বরে সংগীত মধ্যরাত পেরিয়ে রাত সোয়া ২টা পর্যন্ত গড়ায়। এতে তাদের প্রতিবেশিরা চরম বিরক্ত ও বিপত্তিতে পড়েন।
উপায়ান্তর না পেয়ে সঞ্জয়ের পাশের ভবনের ড. ছায়া শুকলা নামে এক নারী পুলিশকে খবর দিতে বাধ্য হন। অবশেষে পুলিশ ভোর ৪টা নাগাদ সেখানে নিরবতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। মানে পুলিশ সঞ্জয়ের পার্টিতে হস্তক্ষেপ করে তা থামাতে বাধ্য হন। 'স্পটবয়ডটকম' নামে একটি ওয়েবসাইট তাদের এক প্রতিবেদনে একথা জানায়।
প্রতিবেদনে ড. ছায়ার স্বামী ড. অমিতাভ শুকলার বরাত দিয়ে আরো বলা হয়, জেলে যাওয়ার আগেও সঞ্জয় দত্ত একই রকমভাবে পার্টির আয়োজন করতো যা তার প্রতিবেশিদের জন্য নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পরও এ অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এ বিষয়ে মিস্টার ও মিস দত্ত বরাবর একটি চিঠিও দেয়া হবে বলে মি. শুকলা জানান।
উল্লেখ্য, মি. অমিতাভ শুকলা পালি হিল রেসিডেন্টস এসোসিয়েশনের চেয়ারপারসন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ