মিজানুর রহমান অারিয়ান ছোটপর্দায় বেশ কিছু জনপ্রিয় নাটক ও টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। এবার তিনি একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তার পরিচালনায় নতুন এ ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন অ্যাপেল ও পিজে হেলেন। 'এভাবে চাই' শিরোনামের এ গানটিতে কন্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা। সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। মোশন রক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ গানটির শুটিং হয়েছে উত্তরা, মিরপুরসহ ঢাকার বিভিন্ন জায়গায় ।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১০