বলিউড অভিনেতা ইরফান খানের জন্য ছবি আঁকলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব। গত বৃহস্পতিবার অর্ণব তার আঁকা ছবি ইরফানকে উপহার দেন। ছবিটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই বলিউড অভিনেতা। আজ শুক্রবার দুপুরের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ইরফান। সঙ্গে করে নিয়ে গেছেন প্রিয় উপহারটিও। পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ছবিটি আঁকা হয়েছে।
ইরফান ঢাকায় এসেছিলেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করার জন্য। তার শুটিং শেষ, তাই দেশে ফিরেছেন। কিন্তু ছবির শুটিং শুরুর আগে মহরত অনুষ্ঠানে ইরফান জানিয়েছিলেন, অর্ণব তার প্রিয় গায়কদের একজন। সে কথা শুনে অর্ণব কৃতজ্ঞতা জানিয়েছিলেন। আর এখন ছবি এঁকে ভালোবাসার উপহার দিলেন। গত বৃহস্পতিবার তারা একসঙ্গে নৈশভোজেও অংশ নিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব