শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আজ ভোরের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। আজ ভোররাত ২-২.৩০ মিনিটের দিকে তাকে বান্দ্রাস্থ লীলাভতি হাসপাতালে ভর্তি করানো হয় বলে হাসপাতালটির একটি সূত্র জানায়। খবর পিটিআই'র
হাসপাতালটির চিকিৎসক ডা. জলির পারকার পিটিআইকে বলেন, 'সে অসুস্থ বলে আমি একটি ফোনকল পাই। তার জ্বর আছে ও কয়েকবার বমি করেছে। সে নিউমোনিয়ায়ও ভুগছে। তার শ্বেতরক্তকণিকা হঠাৎ করে বেড়ে গেছে। এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানোই সঠিক হবে বলে আমরা ভেবেছি।'
এর আগে ৯৩ বছর বয়সী লেজেন্ডারি এই অভিনেতার পরিবার জানায় যে, তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ খান নাম নিয়ে জন্ম গ্রহণকারী দিলীপ কুমার সর্বশেষ ১৯৯৮ সালে 'কিলা' নামে একটি মুভিতে অভিনয় করেন।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ