বলিউডে যেন সংসার ভাঙনের জোয়ার চলছে। গত কয়েক মাসে রঙিন এই দুনিয়ায় বিচ্ছেদ ঘটেছে ফারহান আখতার ও অধুনা এবং আরবাজ ও মালাইকা অরোরা খানের। এসব বিচ্ছেদের পেছনে মূলত পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বই দায়ী বলে খবরে বলা হয়েছে। বলিউডে বিচ্ছেদের এই ধারায় এবার যুক্ত হচ্ছেন আরেক সেলিব্রেটি দম্পতি সোহা আলী খান ও কোনাল কেমু!
স্থানীয় ডেইলিভাস্কারডটকম তাদের এক প্রতিবেদনে জানায়, বিচ্ছেদের প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন এ দম্পতি! মূলত পারিবারিক বিষয় নিয়েই নাকি তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু। অর্থাৎ কোনাল ও তার পরিবার নাকি চাচ্ছেন এই দম্পতি এখনই সন্তান নিক। কিন্তু এ ক্ষেত্রে 'না' সোহার কারণ তিনি সন্তান নেয়ার আগে আরো কয়েকটি মুভি করতে চান। আর এ নিয়েই নাকি সোহা-কোনালের মধ্যে মতপার্থক্য-মনোমালিন্য তৈরি হয়েছে যা বিচ্ছেদ ঘটাতে পারে বলে গুজব ছড়াচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন একসঙ্গে বসবাস শেষে গত বছরের ২৫ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহা ও কোনাল। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ