করণ জোহরের পরবর্তী ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির শুটিংয়ে অংশ নিতে এখন অস্ট্রিয়ায় অবস্থান করছেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও রণবীর কাপুর। আর এই ছবির একটি দৃশ্যে অংশ নিতে অস্ট্রিয়ার রাস্তায় রোমান্সে মজতে দেখা গেল বলিউডের এই দুই তারকাকে। ইন্টারনেটে সেই ছবি ভাইরাল হতেই উঠে এল প্রশ্ন। তার মানে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে প্রেম করছেন না অানুশকা শর্মা আর রণবীর কাপুর?
ঐশ্বরিয়া আর রণবীরের অন্তরঙ্গ ছবি তো তাই বলছে! একটু ঝাপসা হলেও ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ঐশ্বরিয়া আর রণবীরের প্রেমের তামাশা। ঐশ্বরিয়া গলা জড়িয়ে আছেন রণবীরের। চুমু খেতে যাচ্ছেন, মুখ সরিয়ে নিচ্ছেন রণবীর। একটা কপট মান-অভিমান চলছে দু'জনের মধ্যে।
আবার, আর একটা ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে উঠছেন ঐশ্বরিয়া। কখনও দেখা যাচ্ছে, দু'জনের ডেট-এর ছবি। ছবিগুলো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রথম চাউর হয়েছে ছবির গল্পের কিছুটাও!
জানা গেল, ছবিতে অানুশকা শর্মা আর ফওয়াদ খান মজে আছেন পরস্পরের প্রেমে। চিত্রনাট্য বলছে, দু'জনেই করাচির বাসিন্দা। ফওয়াদ এক ডিজে, আর অানুশকা নবাবী পরিবারের মেয়ে। তাঁদের আলাপ হয় প্রবাসে, তারপর প্রেম। এরপর ফওয়াদ যখন করাচিতে ফিরে অানুশকাকে বিয়ে করতে চান, সাফ অসম্মতি জানায় নবাব পরিবার! নিচু বংশ বলে! বাকিটুকু জানা যাবে ছবি মুক্তি পেলে!
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব