ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালের চিকিৎসক ড. জলিল পারকার জানিয়েছেন। গতকাল হাসপাতালটির বাইরে সাংবাদিকদের একথা জানান তিনি। খবর আইএএনএস'র
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গতকাল ভোররাতে লীলাবতি হাসপাতালে ভর্তি হন মি. কুমার। সেইসঙ্গে তার জ্বর, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং নিউমোনিয়া সমস্যাও রয়েছে বলে ড. জলিল জানিয়েছেন।
গতকাল সাংবাদিকদেরকে চিকিৎসক জলিল বলেন, 'হাসপাতালে ভর্তির পর থেকে দিলীপ সাহেবের অবস্থা স্থিতিশীল। তার অবস্থার অবনতি হয়নি বরং একটু ভালো। তার শরীরে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। সংশ্লিষ্ট পরামর্শকদের আমরা ব্যবহার করেছি। এখনো বিশেষায়িত কিছু পরীক্ষা বাকি রয়েছে যা আমরা করছি। আমরা পরবর্তী ৪৮ ঘণ্টার মতো তার উপর গভীর মনোযোগ রাখবো।'
উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ খান নাম নিয়ে জন্ম গ্রহণকারী ৯৩ বছর বয়সী দিলীপ কুমার সর্বশেষ ১৯৯৮ সালে 'কিলা' নামে একটি মুভিতে অভিনয় করেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ