'১৯২০ লন্ডন' নামের এই সিনেমাটাই নাকি বলিউডের সবচেয়ে ভয়ের সিনেমা। অন্তত এমনটাই দাবি করছেন ছবির পরিচালক-প্রযোজকরা।
সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, '১৯২০ লন্ডন' একা হলে দেখার সাহস দেখানো নাকি উচিত হবে না। এমনিতে ১৯২০ সিরিজের প্রথম সিনেমাটি দর্শকদের মন জয় করেছিল। সিনেমার কাহিনিগুলোর টানটানভাব বেশ নজর কেড়েছিল দর্শকদের। তবে এই সিরিজের দ্বিতীয় সিরিজটি তুলনায় হতাশ করেছিল।
তবে বিক্রম ভাট পরিচালিত '১৯২০ লন্ডন'-এর ট্রেলর বেশ সাড়া ফেলেছে। গুমনাম সিনেমার বিখ্যাত গানটি নতুন করে এই সিনেমায় প্রচার চালানো হচ্ছে। এই গানটি ছবির ভয়-ভয় ভাবটাকে আলাদা মাত্রা এনে দিয়েছে।
আগামী ৬ মে রিলিজ পাবে শরমন জোশী, মীরা চোপড়া অভিনীত এই সিনেমা। এদিকে সিনেমাটি দেখার আশায় বসে আছেন দর্শকরা। কারণ দীর্ঘদিন ধরে দারুণ ভয় ধরানো সিনেমা বের হচ্ছে না বলিউডে। তাই দর্শকদের এখন আশা বিক্রম ভাটের এই সিনেমা নিয়ে।
ছবির কাহিনীতে দেখা যাবে, ভারতে অবস্থানরত লন্ডনের কুমারশা নামক এক ব্যাক্তির উপর করা হয় কালাজাদু। ডায়নি চুরি করতে চায় কুমারশার বয়স। কুমারশাকে বাঁচাতে তার বউ ছুটে আসে ভারতে। শুরু হয় ভয়ঙ্কর এক যাত্রার।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৫