গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে বলিউড অভিনেতা শহীদ কাপুর নাকি বাবা হতে যাচ্ছেন। তার স্ত্রী মীরা রাজপুত নাকি গর্ভবতী। এতদিন এসব গুজবে কান না দিলেও অবশেষে আর নিরব থাকতে পারলেন না এই অভিনেতা। মীরা রাজপুত গর্ভবতী বলে নিশ্চিত করেছেন তিনি।
নতুন মুভি 'উদতা পাঞ্জাব'র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে গতকাল একথা জানান তিনি। কোনো রাখঢাক না রেখেই বাবা হচ্ছেন একথা জানিয়ে শহীদ বলেন, 'হে, মে বাপ বান্নে ওয়ালা হু'।
উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই দিল্লির মেয়ে মীরাকে বিয়ে করেন শহীদ কাপুর। খবর আইএএনএস'র
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ