বলিউড অভিনেত্রী বান্ধবী বিপাশা বসুকে আগামী ৩০ এপ্রিল বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা করণ সিং গ্রোভার। তাদের বিয়ের আর মাত্র দু'সপ্তাহ বাকি। অন্যভাবে বলতে গেলে, আর দু'সপ্তাহ বাদেই ফুরাচ্ছে করণের ব্যাচেলর জীবন। তাই ব্যাচেলর জীবনের শেষ এই কটি দিন কাটাতেই সম্প্রতি বন্ধুদের নিয়ে গোয়া গিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে বেশ নেচেগেয়ে সেখানে কয়েকটি দিন কাটান তিনি। ব্যাচেলর বলে কথা! গোয়ায় করণের সঙ্গে তার বন্ধুদের মধ্যে ছিলেন দীপেশ শর্মা, ডিজাইনার রকি অ্যাশ, অভিনেতা আয়াজ খান প্রমুখ। সূত্র : টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ