সত্তর-আশির দশকের সাড়া জাগানো অভিনেত্রী শুভ্রা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন বাড়িতে অবস্থান করছেন। শারীরিক অবস্থা সন্তোষজনক না হলেও প্রায় ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অর্থের অভারে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেত্রী শুভ্রা ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ আরও কিছু রোগে আক্রান্ত হয়ে তিনি বিছানায় পড়ে আছেন। খরচ বহন করতে পারছেন না বলে চিকিৎসা অসমাপ্ত রেখেই তাকে হাসাপাতাল থেকে বাসায় চলে আসতে হয়েছে। একমাত্র ছেলে বর্তমানে স্ট্যামফোর্ডে বিবিএ পড়াশোনা করছে। স্বামী বেকার। সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে নিজের চিকিৎসার জন্য তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন।
স্বাধীনতার পর শুভ্রার চলচ্চিত্রে অভিষেক হয় বাবুল চৌধুরী পরিচালিত 'যাহা বলিব সত্য বলিব' ছবি দিয়ে। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি হলো 'ভালোবাসা দিবি কিনা বল'। এর মাঝে রয়েছে 'কি যে করি', 'এক মুঠো ভাত', 'বাজিমাত', 'আপনজন', 'আদরের সন্তান'সহ আরো অনেক ছবি।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, তিনি এক সময় আমাদের সদস্য ছিলেন। এখন নেই। তার ব্যাপারটা দেখার জন্য শিল্পী সমিতিকে অনুরোধ করেছেন প্রবীণ অভিনেতা বাবর। শুভ্রা আমাদের সদস্য না হলেও একজন প্রবীণ শিল্পী হিসেবে তার বিষয়টি অবশ্যই দেখার চেষ্টা করব বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব