রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের প্রেম নতুন কিছু নয়। এমনকি গুঞ্জন ছিল, খুব শিগগির তাদের চার হাত এক হতে যাচ্ছে। তবে সেটা এখনও না হলেও নতুন এক ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন সালমান-লুলিয়া। ভারতীয় মিডিয়ার দাবি, লুলিয়া ভান্তুর এর আগে একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, রোমানিয়ান সুপারস্টার মারিয়াস মোগার সঙ্গে আগেই বিয়ে হয়েছিল লুলিয়ার। একাধারে সংগীতশিল্পী, প্রযোজক, কম্পোজার এবং গ্র্যামী অ্যাওয়ার্ড বিজেতা মারিয়াস বিয়ের আগে বহু বছর চুটিয়ে প্রেম করেন। তবে তাদের বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ৪ বছরের মাথায় ২০১১ সালে তারা অালাদা হয়ে যান। আর সেই সময় থেকেই লুলিয়ার জীবনে আবির্ভাব ঘটে সালমান খানের।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব