নতুন বিজ্ঞাপন নিয়ে আসছেন সময়ের আলোচিত নায়ক আরিফিন শুভ। তার সঙ্গে দেখা যাবে মডেল বেনজীর আঁখিকে। একটি বহুজাতিক কোম্পানির লেদারের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন তারা। এফডিসিরি চার নম্বর ফ্লোরে আরিয়ানের নির্দেশনায় আজ ও আগামীকাল বিজ্ঞাপনটির শুটিং হবে।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, বলা যায় প্রায় এক বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করছি। সত্যি বলতে কী ছোট পর্দার দর্শকের কাছাকাছি থাকার জন্যই বিজ্ঞাপনে কাজ করা। নতুন বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব ভালো লেগেছে। আরিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করি তিনি ভালো একটি কাজ দাঁড় করাবেন।
প্রসঙ্গত, আরিফিন শুভ গত বছর একইসঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। এগুলো হলো মিস্টার কুকিজ, যমুনা ও প্রাণ আপের বিজ্ঞাপন। তার সঙ্গে মডেল হিসেবে ছিলেন যথাক্রমে নূসরাত ফারিয়া, নাদিয়া নদী ও পরীমণি। এছাড়া গত ৬ মে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ