জাস্টিন বিবারের সঙ্গে প্রেমে ইতি টানার পর প্রায় দুই বছর একাই কাটালেন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ। এ সময় বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো আর ক্যারিয়ারের প্রতিই মনোযোগ দিয়েছিলেন এ তারকা। তবে আর কতোদিন একা একা। ফের প্রেমিক খোঁজার মিশনে নেমেছেন এ মার্কিন সুন্দরী। এক্ষেত্রে কেমন প্রেমিক তার পছন্দ তাও জানিয়ে দিয়েছেন।
ম্যারিক্ল্যারি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাতকারে সেলেনা জানান, বাজে ছেলেদের তার বেশ ভালো লাগে। তাদের প্রতি বেশ দুর্বলতাও কাজ করে। বাজে ছেলেরা নাকি প্রেমটা বেশ ভালোই করে। তাই নতুন প্রেমিক হিসেবে বাজে ছেলেদের কাউকেই বেছে নেবেন তিনি।
সাবেক প্রেমিক বিবারের সঙ্গে সেলেনা
কিছুদিন আগে মান্ডালা বে'র একটি নাইট ক্লাবে সেলেনাকে দেখা যায়, কেটি পেরির সাবেক প্রেমিক ওরল্যান্ড ব্লুমের সঙ্গে। মিডিয়া জগতে 'ব্যাড বয়' হিসেবে বেশ খ্যাতি রয়েছে ব্লুমের। তবে কী ৩৯ বছর বয়সী এই তারকাই ২৩ বছরের সেলেনার নতুন প্রেমিক হচ্ছেন? সেটা অবশ্য এখনই জানা সম্ভব হচ্ছে না। তবে নিজেকে বাজে ছেলে দাবি করতে পারলে যে কারো জন্যই হয়তো সুযোগটা রয়েছে।
এদিকে কিশোর তারকা গায়ক জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন করেছেন সেলেনা। সমুদ্র সৈকতের মতো উন্মুক্ত স্থানে দিনের পর দিন ঘনিষ্ট সময় কাটিয়েছেন এ তারকা। বিকিনি পরে প্রেমিকের হাত ধরে সমুদ্র জলে দাপিয়ে বেড়িয়েছেন। প্রকাশ্যে চুমু খেয়েছেন। এবারও প্রেমিক হিসেবে এমন উচ্ছ্বল কাউকেই হয়ত চাইছেন।
সম্প্রতি মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ম্যারিক্ল্যারির কভারের জন্যে ফটোশুট সম্পন্ন করেছেন সেলেনা। আগামী জুন মাসেই বাজারে আসবে ম্যাগাজিনটি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ