‘রাবতা’ ছবির শুটিং চলাকালে দৌড়াতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ইউরোপের দেশ হাঙ্গেরির একটি ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দৌড়ানোর সময় স্লিপ খেয়ে নিরাপত্তা মাদুরে পড়ে গেলে গোড়ালিতে আঘাত পান কৃতি। এরপর ২৫ বছর বয়সী এই অভিনেত্রীকে ডাক্তারের কাছে নেওয়া হলেও তাকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা।
দীনেশ ভিজানের পরিচালনায় সম্পূর্ণ রোমান্টিক ঘরানার ‘রাবতা’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব