সঙ্গীতশিল্পী আলিফের সঙ্গে প্রথমবারের মতো কণ্ঠ মিলালেন তানভীর তারেক। 'দোটানা' শিরোনামের গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন তানভীর তারেকের। ইতোমধ্যে গানটির শ্যুটিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘শুনতে অবাক লাগলেও সত্য যে, এই ডুয়েট গানের জন্য সময় লেগেছে দুই বছর। কোনভাবেই গানটি কমপ্লিট হচ্ছিল না। অবশেষে একসাথে রেকর্ড হলো। সম্পূর্ণ পপরক ধাঁচের এই গানটি ভালোবাসার দ্বিধা আর দোটানার কথা নিয়ে তৈরি। মৌলিক কথা-সুরের গানটি সবার ভালো লাগবে এটাই প্রত্যাশা করছি।’
আলিফ বলেন, 'আমি বলবো বেশ ভালো একটা কাজ হয়েছে। গানটির মধ্যে দারুণ এক রিদম আছে। যা শুনলে গুনগুন করে গাইতে ইচ্ছে করে।'
আগামী সপ্তাহে সিডি চয়েজের ব্যানারে সিঙ্গেলস হিসেবে এই গানটির অডিও-ভিডিও একসাথে রিলিজ হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ