ভুল রাস্তায় গাড়ি চালিয়ে জরিমানা দিতে হল এক বলিউড নায়িকা অদিতি রাওকে। অভিনেত্রী বলে কোন ছাড় দেয়নি পুলিশ।
এক ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী। দেরি হয়ে যাওয়ায় শর্ট কাট পথে গাড়ি চালিয়ে দেন তার ড্রাইভার। পিছনেই ছিল তার টিমের গাড়ি। গাড়ি ভুল পথে দেখে থামান কর্তব্যরত ট্রাফিক পুলিশ। সেই সময় অভিনেত্রীর টিমের লোকেরা তাকে কোনও পদক্ষেপ না নিতে বারবার অনুরোধ করেন। এমনকী উদ্যোক্তাদের ফোন করে ব্যাপারটা মিটমাট করে নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। ক্রমাগত চাপ দিতে থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই অফিসার। শেষমেশ অদিতি নিজে গাড়ি থেকে নেমে জরিমানা দিয়ে ব্যাপারটা শেষ করেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ