লাল গালিচায় ঐশ্বরিয়ার বেগুনী ঠোঁট নজর কেড়েছিল গোটা বিশ্বে। পেজ থ্রিতে বিতর্ক থেকে বিদ্রুপ, আবার সাহসী তকমাও জুটেছে মিসেস রাই বচ্চনের। এবার তিনি ফের শিরোনামে তার পোশাক পছন্দ নিয়ে। ভীষণ গরম, তাই ঐশ্বরিয়া বেছে নিয়েছেন ফ্লোরাল প্রিন্ট।
ফিল্ম ফেয়ারের কভারে ঐশ্বরিয়াকে দেখে অনেকের চোখেই স্নিগ্ধতার পরশ। হট কিংবা সেক্সি নয়, ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, ফ্লোরাল প্রিন্টে ঐশ্বরিয়াকে লাগছে 'অন্যরকম'। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে নিজের স্টাইল হিসেবে ফ্লোরাল প্রিন্টেড জাম স্যুটকে বেছে নিয়েছেন বলিউড ডিভা।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-০৬