রোহিত ধাওয়ান 'দিশুম' নামে একটি মুভি নির্মাণ করছেন। মুভিটিতে এবারই প্রথম ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমারকে। তা হলো এতে 'সমকামী' একটি চরিত্রে দেখা যাবে তাকে। আবু ধাবিতে সম্প্রতি তিনদিন ধরে এই চরিত্রে শুটিংও করেছেন তিনি। শুটিংয়ের সময় অক্ষয়ের সঙ্গে বরুণ ধাওয়ান এবং জন অাব্রাহামও ছিলেন। স্থানীয় সেলিব্রেটি গণমাধ্যম স্পটবয়ডটকম তাদের এক প্রতিবেদনে একথা জানায়।
আরো মজার ব্যাপার হলো, মুভিটির একটি দৃশ্যে স্কার্টও পরেছেন অক্ষয়! 'দিশুম'এ আরো আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। চলতি বছরের ২৯ জুলাই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর টাইম নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ