পর পর দুইটা বন্ড ছবি ফিরিয়ে দিয়েছেন ড্যানিয়েল ক্রেগ! ছবি দুটির জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। তবুও এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন জেমস বন্ড খ্যাত এই হলিউড অভিনেতা।
মেট্রো গোল্ডউইন মেয়ারের কর্তাদের ড্যানিয়েল সোজাসুজি জানিয়েছেন, জেমস বন্ডের চরিত্র করতে করতে তিনি ক্লান্ত। কাজেই পারিশ্রমিক যতই হোক, কিছুতেই আর বন্ড হবেন না তিনি।
‘স্পেক্টর’সিনেমার পরেই ড্যানিয়েল জানিয়ে দিয়েছিলেন, সেটাই তার করা শেষ বন্ড ছবি। তার পরেও নির্মাতারা নাছোড়বান্দা! তাই বড় অঙ্কের অর্থ দিতে চেয়েছিলেন তাঁরা। তবে তাতেও লাভ হয়নি।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-১৭