রুমানিয়ান মডেল ও বান্ধবী ইউলিয়া ভানতুরকে ঘিরে বিয়ের জোরালো গুজবের ব্যাপারে মুখ খুলেছেন সালমান খান নিজেই। বিয়ের গুজবকে উড়িয়ে না দিয়ে যখনই বিয়ে করবেন তখনই সামাজিক যোগাযোগের মাধ্যমে তা জানাবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল মুম্বাইয়ে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ড অ্যাকাডেমি [আইআইএফএ] অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে অায়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন 'ভাইজান'খ্যাত সালমান। খবর টাইমস নিউজ নেটওয়ার্ক'র
গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে সালমান নাকি আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫১তম জন্মদিনেই কথিত বান্ধবী ইউলিয়াকে বিয়ে করতে যাচ্ছেন। যদিও এ বিষয়ে খান পরিবারের কেউ-ই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল খোদ সালমানের ভাই আরবাজ এবং সোহাইল খানের কাছেও। আরবাজ অবশ্য এখনই এ বিষয়ে মন্তব্য করার সময় হয়নি বলে এড়িয়ে গেলেও সোহাইল কিন্তু এ প্রশ্নে একরকম ক্ষেপেই যান।
আইআইএফএ'র সংবাদ সম্মেলনে সালমান বলেন, 'যখন আমি বিয়ে করতে চাই তখন বিয়ে করবোই। তবে কখন বিয়ে করতে যাচ্ছি তা আপনাদেরকে বলার প্রয়োজন নেই। যখন আমি বিয়ে করবো তখন টুইট করে ও ফেসবুকের মাধ্যমে তা জানাবো। ব্যাপারটি নিজের ও ভক্তদের কাছেই সীমাবদ্ধ রাখবো।'
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ