বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান চার বছর পর এবার আইফায় পারফর্ম করতে যাচ্ছেন। তবে তিনি আগেই জানিয়ে দিয়েছেন, তিনি হৃত্বিক বা টাইগার শ্রোফের মতো নাচতে পারবেন না।
আইফা পুরস্কার নিয়ে করা সংবাদ সম্মেলনে সালমান এসব কথা বলছিলেন। আইফার এই আসরটি স্পেনের মাদ্রিদে জুনের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সালমান জানান, আমি কি করবো সেটা নিয়ে এখনো ভাবি নি। কিন্তু আমি হৃত্বিক এবং টাইগারের মতো নাচবো এটা ভাবা ঠিক হবে না। গত চারবছর তার ব্যস্ত শিডিউলের জন্য আইফায় অংশগ্রহণ করতে পারেননি। এবার মাদ্রিদে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। ভালবাসা ছড়িয়ে দিতে আসছি।
সংবাদ সম্মেলনে তার গাওয়া 'কিক' ছবির 'হ্যাংওভার' জনপ্রিয় গানটির দুই লাইন গেয়ে শুনান।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন