বলিউড অভিনেতা রজনীকান্তকে সম্মান জানাতে শাহরুখ খান তাকে উপহার দিয়েছিলেন লুঙ্গি ড্যান্স। এবার টালিগঞ্জের জনপ্রিয় চিত্রনায়ক প্রসেনজিতকে সম্মান জানাতে বুম্বা ড্যান্স বানালেন টলিউডের গীতিকার ঋদ্ধি বড়ুয়া। পরিকল্পনামাফিক গতকাল ২১ মে ইউটিউবে প্রকাশিত হয়েছে বুম্বা ড্যান্সের ভিডিও।
এই ভিডিওর কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে অপূর্বকে, ভারতের বাংলা টেলিভিশন চ্যানেলে যার কমেডি বেশ জনপ্রিয়। অপূর্ব বহুবার প্রসেনজিতের সামনে তাকে নকল করেছেন। আর এবার দেখা গেল বুম্বা ড্যান্সের ভিডিওতে। তবে এই ভিডিওতে প্রসেনজিতের থাকার কথা থাকলেও তার উপস্থিতি নেই। তবে ভিডিওর শেষে তার নেপথ্য কণ্ঠ শোনা যায়।
হঠাৎ এমন পরিকল্পনা কেন করেছেন? এমন প্রশ্নের উত্তরে ঋদ্ধি বলেন, ‘বুম্বাদার প্রচুর ফ্যান রয়েছে। বুম্বাদার নাচের স্টেপেরও নিজস্বতা রয়েছে। সবদিক থেকেই মনে হয়েছে এমন একটা সম্মাননা বুম্বাদাকে দেওয়া উচিত।’
বুম্বা ড্যান্স:
বিডি-প্রতিদিন/এস আহমেদ