বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মা সম্প্রতি 'দ্য রক' নামে পরিচিত হলিউড তারকা ও রেসলার ডোয়াইন জনসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জনপ্রিয় টিভি সিরিজ 'বেওয়াচ'র একই নামের মুভি সংস্করণের সেটেই তাদের এ সাক্ষাৎ ঘটে। সাক্ষাতে জনসনের সঙ্গে ছবিও তুলেছেন সদ্য বাবা-মা হওয়া অর্পিতা ও আয়ুশ। আর এ ছবি টুইট করে শেয়ার করেছেন অর্পিতা। ছবির সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন যেখানে অর্পিতা এজন্য 'দ্য রক' ও প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ দিয়েছেন।
প্রশ্ন উঠতে পারে প্রিয়াঙ্কা কেন? কারণ 'বেওয়াচ' মুভির মাধ্যমেই যে হলিউডে অভিষেক ঘটছে বলিউডের এই সুন্দরীর। আর জনসনের সঙ্গে অায়ুশ দম্পতিকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কাই। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৬/শরীফ