আইস বাকেট চ্যালেঞ্জের কথা মনে আছে তো আপনাদের? সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন বিগবস ৭ খ্যাত সুপার মডেল সোফিয়া হায়াত। নগ্নতার দৌড়ে পুনম পান্ডেকে পেছনে ফেলে দিয়েছিলেন তিনি। এই ঘটনার মাত্র আড়াই মাস পরেই অর্থাৎ ২০১৪ সালের নভেম্বরে ফের নগ্নতার জন্য খবরের শিরোনাম হন সোফিয়া। ইডেনে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার ব্যাটিং-ঝড়ের পর রোহিতকে উৎসর্গ করে ওই ছবি পোস্ট করেন সোফিয়া। নগ্ন ছবির সঙ্গে সোফিয়া লিখেছিলেন, "আমার এই নগ্ন ছবি ঐতিহাসিক রান করার জন্য রোহিত শর্মাকে ডেডিকেট করছি! দারুণ কীর্তি! এই তোমার জন্য! ভারতের পক্ষে গর্বের দিন!"
সেই সোফিয়া এখন 'মাদার সোফিয়া'। সন্নাসিনী হয়ে কাটাচ্ছেন সাদামাটা জীবন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "মেকআপ...চুলের রং...ফ্যাশন ছাড়াই আমরা সুন্দর। প্রকৃতপক্ষে সেটাই আমাদের সৌন্দর্য।...আমি বদলে গেছি। আমি তোমাদের ভালোবাসি।"
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ