'রক্ত' বিসর্জন দিলেন মালেক আফসারি। তবে নিজের শরীর থেকে নয়, দিলেন জাজ মাল্টিমিডিয়ার নির্মিতব্য ছবি 'রক্ত' পরিচালনার দায়িত্ব থেকে।
জানা গেছে, যৌথ প্রযোজনার এ ছবিতে দায়িত্ব পালন করবেন না তিনি। ছবি তৈরীর টাইম সিডিউল নিয়ে প্রোডাকশন হাউজের সাথে মতান্তর হওয়ায় বহুল আলোচিত এই নির্মিতব্য ছবি থেকে নিজেকে গুটিয়ে নিলেন মালেক আফসারি।
ইতোমধ্যে ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। আজ রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
অন্যদিকে 'রক্ত' ছবিতে পরিচালক হিসাবে নতুনভাবে যুক্ত হয়েছেন ওয়াজেদ আলী সুমন।