টুইটারে নিজেকে 'বাঘ' বলে পরিচয় দিলেন বলিউড বিউটি জ্যাকলিন ফার্নানডেজ। কিন্তু হঠাৎ এমন বলার পেছনে নিশ্চই কিছু কারণ আছে।
আসলে ভারত সরকার সম্প্রতি বন্য প্রাণী সংরক্ষণের জন্য 'ওয়াইল্ড ফর লাইফ' নামক একটি প্রচার চালাচ্ছে। যার মূল উদ্দেশ্য হল বন্য প্রাণীদের নিয়ে নানারকম অবৈধ ব্যবসা বন্ধ করা। আর এই প্রচারেই অংশ নিচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী এবং নামী ব্যক্তিরা।
জ্যাকলিনও তাদের অন্যতম। তিনি গত বৃহস্পতিবার দুইটার দিকে টুইট করে বলেন, "আমি জ্যাকলিন। আমি একটা বাঘ। তুমি কি? তোমার ভালবাসার প্রজাতিটি (প্রাণী) খুঁজে নাও।" তার এ কথায় বোঝাই যাচ্ছে যে, এটা বন্য প্রাণীদের (এক্ষেত্রে বাঘকে) রক্ষা করার জন্য একটা সাধু প্রয়াস।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৬/ হিমেল-০৮