বলিউডের পরিচালক মহেশ ভাট ও তার ছোট মেয়ে অভিনেত্রী আলিয়া ভাটকে হত্যার হুমকি মামলায় একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। হমকির অভিযোগ পেয়ে তদন্তে নামে ক্রাইম ব্রাঞ্চের একটি সেল। এরপরেই ভারতের উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় লখনউ থেকে গ্রেফতার করা হয় ২৭ বছরের এক সন্দেহভাজন যুবককে।
৫০ লক্ষ টাকা না দেওয়া হলে খুন করা হবে তার স্ত্রী সোনি রাজদান এবং মেয়ে আলিয়া ভাটকে। এমন হুমকির ফোন আসে প্রযোজক-পরিচালক মহেশ ভাটের কাছে। মহেশ ভাটের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি প্রথম তার কাছে হুমকি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে গ্যাং লিডার হিসেবে পরিচয় দেয়। লখনউয়ের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দাবি করে সে। পরে মহেশ ভাটকে SMS এবং WHATSAPP-ও করা হয়। বিষয়টি যেন হালকাভাবে না নেওয়া হয়, সে বিষয়েও বলা হয় মহেশ ভাটকে। গতকাল রাতে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন এই প্রযোজক-পরিচালক। তদন্তের জন্য বিষয়টি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশের ANTI EXTORTION সেলে। সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার