ফের পাকিস্তানি এক অভিনেত্রী সালমানের খনের সমালোচনায় মুখর হয়ে উঠলেন। বলিউড অভিনেতা পাকিস্তানের অভিনেত্রী রাবি পীরজাদা মনে করেন, সালমান খানের কারণে পাকিস্তানে ক্রাইম বাড়ছে। খবর পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
লাহোরে এক সংবাদ সম্মেলনে রাবি পীরজাদা বলেন, "পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রভাব পড়ছে। বলিউডের অধিকাংশই ক্রাইম নির্ভর সিনেমা হয়ে থাকে। বিশেষ করে সালমান খানের সিনেমাগুলো। আমার কাছে এটা হল ক্রাইমের প্রচারণা।"
এই অভিনেত্রী আরও বলেন, "এক সময় ছিল যখন পাকিস্তানের সিনেমা তৈরি হতো নৈতিকতা ও সামাজিক শিক্ষামূলক বিষয় নিয়ে। যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম। তবে বলিউডের সিনেমা পুরো প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬