টিভি, রেডিও ও লাইভ শোতে ব্যস্ত থাকা প্রলয় ব্যান্ড প্রথমবারের মতো তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে একটি মিউজিক ভিডিও।
প্রলয় ব্যান্ডের লাইন আপে রয়েছে- সাজ্জাদ হোসেন পিন্টু (ভোকাল), নুর নেওয়াজ আলী (লিড গিটার), বাবু (বেস গিটার), তানভীর (কি-বোর্ড) এবং মহিন (ড্রামার)।
ইউটিউবে ভিডিও গানটি দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস করেন ব্যান্ডের ভোকাল পিন্টু।
এছাড়া ‘জানি না’ গানটি লিখেছেন বাংলাদেশ আইডলের শিল্পী পঙ্কজ। পঙ্কজ এবং প্রলয় ব্যান্ডের সুরে গানটি আত্মপ্রকাশ করে। ভিডিওগ্রাফি সম্পাদনায় ছিলেন শেখর দাস।
২০০৭ সালে যাত্রা শুরু করে প্রলয় ব্যান্ড। জি সিরিজ ব্যানার থেকে প্রথম অ্যালবাম ‘অজানা পথ’ মুক্তি পায় ২০১৪ সালে। তারপর থেকে এই ব্যান্ডটি ব্যস্ত ছিল অনুষ্ঠানে।
বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/এনায়েত করিম