বিতর্ক পিছু ছাড়ছে না বিশিষ্ট পরিচালক সঞ্জয়লীলা বানসালির। ভারতের রাজপুত নেতাদের সম্মতি না পাওয়া পর্যন্ত রাজস্থানে সঞ্জয় লীলা বানসালির আসন্ন ছবি 'পদ্মাবতী' মুক্তি দেওয়া হবে না। শনিবার রাজস্থানের মন্ত্রী পুষ্পেন্দ্র সিং এ খবর নিশ্চিত করেছেন।
ঐতিহাসিক চরিত্র 'পদ্মাবতী'-নিয়ে ছবি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন তিনি। রাজস্থানে শ্যুটিং চলাকালীনই ঘোর বিতর্ক বাঁধে এই ছবিটি নিয়ে। পদ্মাবতীর মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি চরিত্রকে বিকৃত করছেন পরিচালক, এই অভিযোগে মামলা করেন রাজপুত গোষ্ঠীর সদস্যরা ও কারনি সেনারা। এখনও তার মামলা চলছে।
জয়গড় ফোর্টে, পদ্মাবতীর সেটে লাগাতার ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এমনকি সেই সময় সঞ্জয়লীলা বানসালিকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিয়েছেন বলে গর্ববোধ করেছিলেন রাজপুত গোষ্ঠীর বিক্ষুব্ধরা। এরপর রাজস্থান থেকে পদ্মাবতীর শ্যুটিং বন্ধ করে মুম্বাইয়ে চলে আসেন পরিচালক ও কলাকুশলীরা।
আজ পদ্মাবতী যাতে রাজস্থানে রিলিজ না করা হয়, তার জন্য অ্যাসেম্বলি বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখান রাজপুত গোষ্ঠীর সদস্যরা। তাদের বিক্ষোভ সামাল দিতেই মন্ত্রী পুষ্পেন্দ্র সিং ঘোষণা করেন, রাজ্যের কোনও হলে বা মাল্টিপ্লেক্সে পদ্মাবতী মুক্তি পাবে না।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২