মা রিচা শর্মা ছিলেন মডেল-অভিনেত্রী। খুব অল্প বয়সেই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আর বাবাকে, বলিউডে সকলে সঞ্জয় দত্ত নামে চিনলেও বর্তমানে তিনি ‘মুন্নাভাই’ বলেই বেশি পরিচিত। কথা হচ্ছে সঞ্জয় দত্ত-কন্যা ত্রিশলা দত্তকে নিয়ে।
ত্রিশলা দত্তের মা মারা যাওয়ার পর তিনি তার দাদু-দাদীর কাছেই বড় হন। যুক্তরাষ্ট্রে ‘ফরেনসিক সায়েন্স’ নিয়ে পড়াশোনা করেছেন। সেই সঙ্গে যথেষ্ট সুখ্যাতির সঙ্গে কাজ শুরু করেন সেখানকার গোয়েন্দা বিভাগের সঙ্গে। কিন্তু ত্রিশলার রক্তে রয়েছে অভিনয়। নার্গিস ও সুনীল দত্তের মতো প্রতিভাশালী অভিনেতার দ্বিতীয় প্রজন্ম ত্রিশলা যে অভিনয় বা বলিউডের দিকে ঝুঁকবেন তা বলাই বাহুল্য।
এক সময়ের গোলগাল মেয়েটিকে এখন দেখলে প্রায় চেনাই যায় না। যে কোনও বলিউড সুন্দরীকে হার মানিয়ে দেবে তার স্টাইল। এবং তার এই মেকওভার-এর পরেই বলিউডে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন ত্রিশলা। কিন্তু জানা গেছে বাবা সঞ্জয় দত্তের একেবারেই মত নেই মেয়ের এই আবদারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, "মেয়ে ত্রিশলার বায়না শুনে তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে সামনে থাকলে হয়ত তার পা-ই ভেঙে দিতেন। বাবা হিসেবে আমি একেবারেই চান না যে ত্রিশালা তার পেশা হিসেবে অভিনয়কে বেছে নিক। এছাড়া অভিনেতা হওয়া এত সহজ ব্যাপার নয়। তাছাড়া ত্রিশলার ‘আমেরিকান-হিন্দি’ মোটেই পছন্দ করবেন না এ দেশের সিনেপ্রেমিকরা।"
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪